ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পদোন্নতি পেয়ে ওসিরা হতে পারবেন এএসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার একেএম শহীদুল হক বলেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) পদোন্নতির মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হতে পারবেন।

মঙ্গলবার বিকাল চারটায় রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম ভবন অডিটোরিয়ামে ডিএমপি পুলিশের মাসিক অপরাধ সভায় এ কথা বলেন তিনি।



সম্প্রতি সরকারি এক ঘোষণায় জানানো হয়, দেশের সব থানায় একজন করে এএসপি নিয়োগ দেওয়া হবে। এ ঘোষণার পরপরই থানাগুলোতে ওসিদের কাজে কিছুটা শিথিলতা চলে আসে বলে অভিযোগ ওঠে।

এ ব্যাপারে জানতে চাইলে ওসিদের কাজে কোনো শিথিলতা নেই জানিয়ে শহিদুল হক বলেন, ‘স্বাভাবিক নিয়মে একজন ওসি পদোন্নতির মাধ্যমে এএসপি পর্যন্ত হতে পারেন। ফলে এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। ’

তিনি আরও বলেন, ‘একজন এএসপিকে থানায় নিয়োগ দেওয়ার আগে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে। ’

প্রথম দিকে ঢাকার মডেল থানাগুলোতে এএসপি নিয়োগের মাধ্যমে এ প্রক্রিয়া চালু হবে বলে জানান তিনি।

ভিআইপি সড়কগুলো যানজটমুক্ত রাখতে গিয়ে সাধারণ যাত্রীবাহী যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপের বিষয়ে কমিশনার বলেন, ‘রাস্তায় গাড়ির সংখ্যা দেখে সিগন্যাল বাতিগুলো কাজ করানো হয়। এছাড়াও যেসব বাতি বিকল বা নষ্ট হয়ে আছে তা শিগগিরই ঠিক করা হবে। ’

থানায় সাধারণ ডায়েরি করতে গিয়ে পুলিশের কাছে সাধারণ মানুষের ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘থানায় কোনো প্রকারের টালবাহানা করা হয় না। সাধারণ মানুষ জিডির আবেদনপত্র পূরণ করে থানায় রেখে যাবেন, ওসিরা পরে কেস করে দিবেন। ’

রমজানে যানজট নিরসনে পুলিশের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, ‘কোনো রোজাদারকে যেন রাস্তায় দাঁড়িয়ে ইফতার করতে না হয়, সেজন্য পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করবে। ’

রমজান মাসে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

মিরপুর অঞ্চলের ব্যবসায়ীরা রোজায় চাদাবজিসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশকে সহযোগিতাস্বরূপ এরই মধ্যে ১৩টি গাড়ি দিয়েছে বলে সভায় জানানো হয়।

সম্প্রতি সূত্রাপুর থানা এলাকায় সরকারি দলের কর্মীদের হাতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লাঞ্ছিত হওয়ার ঘটনায় মামলা করা হয়নি কেন- এমন প্রশ্নের জবাবে লাঞ্ছিত হওয়ার বিষয়টি অস্বীকার করে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন।

 তিনি বলেন, ‘নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিসে হামলার এক পর্যায়ে পুলিশ সেখানে বাধা দিতে যায়। তবে সেখানে পুলিশে ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। ’

মাসিক অপরাধ সভায় জুলাই মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমন কার্যক্রম তুলে ধরা হয়।

এতে দেখা গেছে, জুলাই সবচেয়ে বেশি ঘটেছে চুরির ঘটনা। আর এর বেশিরভাগই ঘটিয়েছে গৃহপরিচারিকারা।

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘন্টা, আগস্ট ১০, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।