ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাঁশখালীতে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু, শাশুড়ি আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের জঙ্গল গুণাগরি গ্রামের ফকিরমুড়া এলাকায় বজ্রপাতে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন নিহত মায়ের শাশুড়ি।



মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন মা ঝিনু আরা বেগম (৪৫) ও মেয়ে হোসনে আরা জিকু (১৬)। আহত আলম শায়েরী (৬৪) ঝিনু বেগমের শাশুড়ি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়িসংলগ্ন উঠোনে গৃহস্থালি কাজ করছিলেন মা ঝিনু, মেয়ে জিকু ও বৃদ্ধা আলম শায়েরী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আহত হন শাশুড়ি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মফিজুর রহমানের বরাত দিয়ে বাঁশখালী থানার এএসআই কবির হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আলম শায়েরীকে স্থানীয় গুনাগরি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।