ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে ৮জন, আহত ৩৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, জুন ১৬, ২০১০

মানিকগঞ্জ: আজ বুধবার দুপুর পৌণে ২ টায় ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর থানার পুকুরিয়া  বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তঃত ৮জন নিহত ও ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইটি শিশু ও একজন মহিলা।

হতাহতদের নাম-পরিচয় তাৎণিকভাবে জানা যায়নি।

আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল, মুন্নু হাসপাতাল ও শিবালয়ের উথলী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুপুর পৌণে ২টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা নবীনবরণ পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। ট্রাকের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠায়। ডুবে যাওয়া বাসের ভেতরে আরো নিহত যাত্রী রয়েছে বলে আশংকা করছেন এলাকাবাসী। এ রিপোর্ট লেখার সময় পানিতে ডুবে যাওয়া বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছিলো।

এদিকে সড়ক দুর্ঘটনার পর পরই ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ সময় ১৪৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১০
প্রতিনিধি/এমএমকে/ জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।