ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার মোজাফ্ফর সানা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০

সাতক্ষীরা : পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার মোজাফ্ফর বাহিনীর প্রধান মোজাফ্ফর সানাকে (৩০) গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ।

সোমবার রাতে পুলিশ পাটকেলঘাটার ওভারব্রীজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তালা থানার অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত আলী জানান, তালার দোহার গ্রামের গফ্ফার সানার ছেলে চরমপন্থি নেতা মোজাফ্ফর দীর্ঘদিন পালিয়ে থেকে দলের একটি অংশ নিয়ন্ত্রণ করতো। তার বিরুদ্ধে তালা থানায় চাঞ্চল্যকর কয়েকটি হত্যা, ডাকাতি ও বিস্ফোরক আইনে ৭টি মামলা রয়েছে। এ ছাড়া অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে তিনি জানান।

সাতীরা পুলিশ সুপার মনির-উজ-জামান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘চরমপন্থি মোজাফ্ফর দীর্ঘদিন পালিয়ে থেকে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে আটক করা হয়েছে। ’

 বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।