ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে তরুণ খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, আগস্ট ৯, ২০১০

সিলেট: পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সিলেটের বিশ্বনাথ উপজেলায় তাজউদ্দিন (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। তিনি বন্ধুয়া গ্রামের তোজাম্মেল আলীর ছেলে।



এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে তাজউদ্দিন হাওড়ে মাছ ধরতে যায়। সেখানেই নুরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাজউদ্দিন মারা যান।

বিশ্বনাথ থানার ওসি আশেক সুজা মামুন খুনের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে তাজ উদ্দিনকে খুন করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।