ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়েছেন রণি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মে ৭, ২০১৬
ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়েছেন রণি

চট্টগ্রাম: ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে শনিবার (০৭ মে) হাটহাজারীতে আটক নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি অস্থায়ীভাবে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

শনিবার রাতে হাটহাজারী থানায় দেখতে যাওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের মারফত হাতে লেখা একটি বিবৃতি তিনি গণমাধ্যমের কাছে পাঠিয়েছে।

  বিবৃতিতে তিনি এই আবেদন জানান।

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বাংলানিউজকে বলেন, আমরা রণি ভাইকে দেখতে হাটহাজারী থানায়  গিয়েছিলাম।   এসময় তিনি নিজ হাতে লেখা এই বিবৃতিটি আমাদের দেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সারাদেশের তৃণমূল নেতাকর্মীরা যখন নৌকা প্রতীকের বিজয়ে প্রাণান্তর চেষ্টা চালাচ্ছেন ঠিক তখন আমি আজ অদৃশ্য প্রশাসনিক ষড়যন্ত্রের শিকার হলাম।   আমি গর্ব করে বলতে পারি আমি ছাত্রলীগের যোদ্ধা।   জীবনে কোনো অনৈতিক অন্যায় কিংবা অপরাধ করিনি। আমার অপরাধ আমি নেত্রীর নির্বাচনী প্রতীক নৌকাকে নির্বাচিত করতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুঁটে চলেছি। ’

সংগঠনের নেতাকর্মীদের ধৈয্য ধরার  অনুরোধ জানিয়ে তিনি বিবৃতিতে বলেন, ‘এমতাবস্থায় সংগঠনের নেতাকর্মীরা শান্ত থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নগর ছাত্রলীগ সভাপতির দিকনির্দেশনা মেনে চলার অনুরোধ করছি। ’

এরপর তিনি বলেন, সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে আমার অনুপস্থিতে সমস্ত পদ থেকে অব্যাহতি দিয়ে সংগঠনকে গতিশীল করার প্রার্থনা করছি। ’

সবশেষে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জামাত শিবির মুক্ত ক্যাম্পাস গড়ার যে শপথ নিয়েছিলাম তা থেকে এরকম ষড়যন্ত্রসহ আরও অনেক ষড়যন্ত্র হলেও আমাকে কখনও লক্ষ্যভ্রষ্ট করতে পারবেনা।   শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকে তোমরাও এরকম যুদ্ধ চালিয়ে যাবে।   মনে রাখবা আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদের ভাষা যেনো জনদূর্ভোগের কারণ না হয়। ’

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
টিএইচ/টিসি

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রণি আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।