[x]
[x]
ঢাকা, বুধবার, ১১ আশ্বিন ১৪২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮
bangla news

অপরিকল্পিত উন্নয়ন নদী দূষণের কারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৪-২২ ৫:৩৫:৩৯ এএম
ছবি: নূর -বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: নূর -বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অপরিকল্পিত উন্নয়ন ও লোভের জন্য আমাদের নদী, পরিবেশ দূষণ বন্ধ হচ্ছে না।

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অপরিকল্পিত উন্নয়ন ও লোভের জন্য আমাদের নদী, পরিবেশ দূষণ বন্ধ হচ্ছে না।

আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১টায় মরতে বসা বুড়িগঙ্গা আর এর তীর ঘেঁষে তোলা দালানকোঠা, দোকানপাট ব্যথিত করে মন্ত্রীর হৃদয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘গ্রিন স্টেপস পার্টনার’ এর নদী দূষণ রোধে সচেতনায় স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিতে আসেন মন্ত্রী।

এদিন সংগঠনের শতাধিক তরুণ-তরুণী স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা অভিযানে নামে।

অনুষ্ঠান শুরুর আগেই মন্ত্রী বলেন, পরিবেশ সম্মত জীবন যাপনের জন্য আঞ্চলিক, দেশীয় ও বৈশ্বিক-এই তিন ধরণের পরিকল্পনা নিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করতে হবে।


স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগকে দেশীয় পরিকল্পনার একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, দেশীয় সমস্যাগুলো প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে শক্তভাবে তুলে ধরেছেন।

ইনু আরও বলেন, যারা অপরিকল্পিত উন্নয়ন, অতিরিক্ত মুনাফার আশায় বুড়িগঙ্গা দখল করছে, তাদের প্রতিহত করতে হবে।

এসময় ঢাকা শহরের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে সচেতনতার মধ্য দিয়ে নদী দূষণ বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এসএ/এটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa