ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেতন নীতিমালার বাস্তবায়ন দাবি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ইউনিয়নের ৪ দিনের কর্মসূচি

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০

আশুগঞ্জ: সরকার-ঘোষিত নতুন বেতন নীতিমালা বাস্তবায় না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সোমবার চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সকাল ৯টায় বিদ্যুৎ কেন্দ্রের ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ওই কর্মসূচি ঘোষণা করা হয়।



কর্মসূচির মধ্যে রয়েছে ১০ আগস্ট মানববন্ধন, ১১ ও ১২ আগস্ট বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বিােভ মিছিল এবং ১৯ আগস্ট গণছুটির কর্মসূচি।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক এনামুল হক। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি মুজিবুর রহমান, মো. অহিদউল্লাহ,কাজী এনামুল হক ও মিজানুর রহমান প্রমুখ।

তারা জানান, বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার আলোচনা করেও কোন লাভ হচ্ছে না। সরকারের নতুন প্রে-স্কেল ঘোষণার পর কর্তৃপক্ষ তাদের নতুন বেতন নীতিমালা অনুযায়ী বেতন প্রদান করছে না। ২০০৩ সালে ঘোষিত বেতন স্কেলই আমাদের দিচ্ছে।

শ্রমিকরা জানান, দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

বাংলাদেশ সময় : ১১১৫ঘণ্টা, আগস্ট০৯,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।