ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে ডা. তাহেরের বিরুদ্ধে জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রোববার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. আবদুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে।   সম্প্রতি প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্য ও সরকারের বিশেষ ব্যাক্তিবর্গকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় হাতিয়া উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন জামায়াতের এ নেতার বিরুদ্ধে জেলার হাতিয়া থানায় এ জিডি করেন।

জিডি নম্বর-২৪৫।

হাতিয়া থানার উপ পরিদর্শক(এসআই) মো. বেলাল হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, রোববার সন্ধ্যায় হাতিয়া উপজেলা আওয়ামী লীগ ও কৃষকলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী থানায় এসে ডা. আবদুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে  সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে বেশ কয়েকবার স্থানীয় কৃষক লীগ নেতা হাজী মোশারফ হোসেনের মোবাইল ফোনে (০১৭২৪-০৬১২৮৬) যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ০২৪৫ঘণ্টা, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।