ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

অগ্নিদগ্ধ বিলাসী বেগমও মারা গেলেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

ঢাকা: অগ্নিদগ্ধ বিলাসী বেগম (২৭) রোববার সন্ধ্যায় সাড়ে ছয়টায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ ওয়ার্ডে চার দিন থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি।



গত বৃহস্পতিবার দুপুরে বিলাসী দুই সন্তানকে নিয়ে আত্মাহুতি দিতে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

বিলাসীর একমাত্র ছেলে রায়হান (৩) ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের মারা যায়। পরের দিন শুক্রবার সকাল সাড়ে ৬টায় মারা যায় রায়হানের একমাত্র বোন মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রজনী (৮)।

বার্ন ইউনিটের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসকেরা বিলাসী বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিল। টানা চার দিন লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিলাসী বেগম। আগুনে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, রাজধানীর কমলাপুরে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গৃহবধূ বিলাসী বেগম বৃহস্পতিবার দুপুরে তার দুই সন্তানকে নিয়ে আত্মাহুতি দিতে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

বাংলাদেশ সময়: ২০৪৫ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।