ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

ঢাকা: রাজধানীর বাড্ডায় রোববার বিকেলে বাসের ধাক্কায় তিতুমীর কলেজের ছাত্র নাসিরুদ্দিন ওরফে নাসির (২৬) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ অধ্যায়নরত ছাত্রী ইয়াসমীন আক্তার (২০) নিহত হয়েছেন।

রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণীতে রিক্সাযোগে যাওয়ার পথে বেপরোয়া মিনিবাস দুই শিক্ষার্থীর জীবন কেড়ে নেয়।

      

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে নাসির এবং তার বান্ধবী ইয়াসমীন রিক্সাযোগে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে আসামাত্র পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির মিনিবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইয়াসমীন নিহত হন।

আহত অবস্থায় নাসিরকে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক আব্দুর সাত্তার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বাড্ডা জেনারেল হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে ইয়াসমীন আক্তারের মৃতদেহ উদ্ধার করে। নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।