ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিসিসি নির্বাচন

বৃষ্টিতে তলিয়ে যাওয়া ভোটকেন্দ্র নিয়ে ইসি’র সিদ্ধান্ত চেয়েছেন রিটার্নিং অফিসার

চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগে তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে পানি জমে যাওয়া ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়। আজ বুধবারও বৃষ্টি অব্যাহত থাকলে এসব কেন্দ্রে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার জেসমিন টুলী।



এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানতে চেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর নীচু এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর নির্বাচনের ২৪ ঘণ্টা আগে আজ সকাল আটটায় তিনি এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে তাদের সিদ্ধান্ত জানতে চান।

আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর নীচু এলাকায় অবস্থিত কমপে ২৫টি প্রতিষ্ঠানের অন্তঃত ৫০টি ভোটকেন্দ্রে জলাবদ্ধতার সমস্যা রয়েছে।

গত তিনদিনের টানা বৃষ্টিতে সেগুলো পানিতে তলিয়ে যায়। গতকাল বিকেলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে এলেও রাতভর বৃষ্টির কারণে সকালে অনেক কেন্দ্র আবারও পানিতে তলিয়ে গেছে। এছাড়া অধিকাংশ কেন্দ্রে এবং যাওয়ার রাস্তায় ময়লা পানি ও কাদা ঢুকে কর্দমাক্ত হয়ে গেছে।

আগামীকাল বৃষ্টি না হলেও এসব ভোটকেন্দ্রে যেতে ভোটারদের দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী সকালে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘গতরাতের বৃষ্টির পর পরিস্থিত অনেকটাই প্রতিক’ল হয়ে গেছে। এ অবস্থায় আমি পুরো বিষয় নির্বাচন কমিশনকে অবহিত করে তাদের সিদ্ধান্ত জানতে চেয়েছি। এখন তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন সেভাবেই কাজ হবে। ’

টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতার কবলে পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দণি পাহাড়তলী ওয়ার্ডে শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়, জালালিয়া ফকিরতাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুলকবহর ওয়ার্ডে সুচয়ন বিদ্যাপীঠ, আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুলকবহর রেনেসাঁ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, চরচাক্তাই এলাকায় শহীদ এন এম জে কলেজ, চকবাজার এলাকায় কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বাকলিয়া এলাকায় টিচার্স ট্রেনিং কলেজ, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ডনভিউ কিন্ডারগার্টেন স্কুল, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানরাইজ কিন্ডারগার্টেন, ক্রিস্টাল ভিউ কিন্ডারগার্টেন স্কুল, উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে শহীদ আবদুর রহমান উচ্চ বিদ্যালয়, সাগরিকা উচ্চ বিদ্যালয়, হালিশহর ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে আগ্রাবাদ মহিলা কলেজ।
 
এদিকে নগরীর পতেঙ্গা এলাকার আবহাওয়া দপ্তরের ডিউটি ফোরকাস্ট অফিসার ফরিদ আহমেদ সকালে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর।

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামীকালও মাঝারি ধরণের বৃষ্টিúাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে সাগর উত্তাল থাকায় জোয়ারের সময় নীচু ভোটকেন্দ্রগুলোতে পানি ঢুকে তলিয়ে যাওয়ার আশংকাও রয়েছে।

বাংলাদেশ সময় ১২৩১ ঘণ্টা, জুন ১৬, ২০১০
আরডিজি/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।