ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বিস্ফোরণে শিশুসহ আহত ৩

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১১

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে বোমা জাতীয় বস্তু তৈরির সময় বিস্ফোরণে এক শিশুসহ ৩জন আহত হয়েছে। এরা সবাই স্থানীয় মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।



সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কান্দ্রা গ্রামের এ ঘটনায় আহত আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। এদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে পুঠিয়া থানা পুলিশ বলছে- বোমা নয়, ম্যাচের কাঠির বারুদ খুলে পাইপে ভরে পটকা বানিয়ে তা ফাটানোর চেষ্টা করছিলো ওই ৩জন। এ সময় পাইপটি বিস্ফোরিত হয়ে তারা আহত হয়।

পুঠিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, সোমবার দিবাগত গভীররাতে কুদরত আলীর বাড়িতে বিকট শব্দ হয়। এরপর তারা জানতে পারেন বোমা বিস্ফোরিত হয়ে আনোয়ারের পুত্র শিমুল (৫), কুদরত আলীর পুত্র রুহুল আমিন (১৬) ও খয়মুদ্দিনের শিশুপুত্র জমিরুদ্দিন (১৮) আহত হয়েছে। এরা সবাই উপজেলার কান্দ্রা আলিম মাদ্রাসার ছাত্র।

ওসি আসলাম হোসেন জানান, রাতেই খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এর মধ্যে রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘বড় ধরনের কোনও ঘটনা নয় এটি। অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়েছে। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad