ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

সিলেট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২, ২০১১

সিলেট: ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় মঙ্গলবার সকাল ছয়টার সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করা হয়েছে।

সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, একটি বাজ পাখি বাংলাদেশ বিমানের জি-২৮বিমানের ইঞ্জিনে ঢুকে পড়ে।

পরে ইঞ্জিনের মধ্যে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় আর উড়তে পারেনি বিমানটি।

বিমানবন্দর সূত্র আরও জানায়, মঙ্গলবার বিমানটি ১৭৫ জন যাত্রী নিয়ে সকাল ৬ টায় উড্ডয়নের কথা ছিল। সময় মতো বিমানটি রানওয়েতে চলা শুরু করে। ওই সময় ইঞ্জিনের মধ্যে বাজটি ঢুকে পড়ে। ফলে ৩ হাজার মিটার রানওয়ে অতিক্রম করেও থেমে যেতে হয় বিমানটিকে।

তবে কোনও দুর্ঘটনার কবলে পড়তে হয়নি বিমানটিকে। দুপুর ১২ টার দিকে দু‘টি বিমানে করে যাত্রীদের ঢাকায় নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।