ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা-মাওয়া মহাসড়কে দু‘টি বাসের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় বুধবার দুপুরে দু’টি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছে।

দুপুর দেড়টার দিকে বৈশাখী পরিবহনের যাত্রীবোঝাই বাস ও গাঙচিল পরিবহনের বাসের মধ্যে ওই সংঘর্ষ ঘটে।



আহতদের তাৎক্ষণিক সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বৈশাখী পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে নিমতলা এলাকায় যাত্রী ওঠানোর জন্য থামিয়ে রাখে। এ সময় ঢাকাগামী গাঙচিল পরিবহনের বাসটি পেছন থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাসকে ধাক্কা দিলে উভয় বাসের ১৫ যাত্রী আহত হয়।

তবে আহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।