ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে অবরোধ কর্মসূচি পালিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বান্দরবান: বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়া এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে বান্দরবানে ইউপিডিএফের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি বুধবার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।

অবরোধের সময় বান্দরবানের সঙ্গে উপজেলার সড়ক ও নৌ যোগাযোগ স্বাভাবিক ছিল।



সকালে অবরোধ চলাকালে মেঘলা পর্যটন এলাকায় পিকেটিং করার সময় উহ্লামং মার্মা ও অংসাথুই মার্মা নামের ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মীকে সেনা সদস্যরা আটক করে। তারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসির) ছাত্র।

বান্দরবান ইউপিডিএফের জেলা শাখার সভাপতি ছোটন কান্তি বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণ অবরোধ করার পর ও তাদের কর্মীদের আটক করা হয়েছে।

বান্দরবান থানার সহকারী উপপরিদর্শক সুপ্রা দত্ত বাংলানিউজকে জানান, অবরোধ নয়, অন্য কারণে এই দুই ছাত্রকে আটক করা হয়েছে।

ইউপিডিএফ রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বুধ ও বৃহস্পতিবার এবং বান্দরবানে বুধবার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়

বাংলাদেশ সময়: ১৭৩০ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।