ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মিরসরাই ট্র্যাজেডি: হতাহত পরিবারের মধ্যে অনুদানের অর্থ বিতরণ

মিরসরাই প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
মিরসরাই ট্র্যাজেডি: হতাহত পরিবারের মধ্যে অনুদানের অর্থ বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘোষিত অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে এক সভার মাধ্যমে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থতুলে দেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।



এসময় প্রত্যক নিহত পরিবারকে নগদ ২৫ হাজার টাকা ও আহত পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থিক সহায়তা করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ নুরুল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন নিজামী, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেক প্রমুখ।

মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বাংলানিউজকে জানান, শিক্ষামন্ত্রীর সহায়তার অর্থ সঠিকভাবে বন্টন নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।