ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রমজানে চিনি কেজি ৬৫, সয়াবিন ১০৯ টাকা লিটার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
রমজানে চিনি কেজি ৬৫, সয়াবিন ১০৯ টাকা লিটার

ঢাকা: সরকার রমজানে চিনির দাম প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন তেলের মূল্য প্রতি লিটার ১০৯ টাকা নির্ধারণ করেছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এই দু’টি পণ্যের দাম নির্ধারণ করা হয়।

এই মূল্য বুধবার থেকেই কার্যকর হবে।

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এ বৈঠকে মিলমালিক এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সয়াবিনের পাশাপাশি পামওয়েলের খুচরা মূল্যও নির্ধারণ করা হয়েছে। পামওয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ টাকা।

তবে, বোতলজাত তেলের ক্ষেত্রে এই মূল্য প্রযোজ্য নয়।  

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) তথ্য অনুযায়ী বুধবার রাজধানীর খুচরা বাজারে চিনি সর্বোচ্চ ৭৪ টাকা এবং সয়াবিন সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘন্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।