ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৎস্য সপ্তাহে গাজীপুরে র‌্যালি ও আলোচনাসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

গাজীপুর: জাতীয় মৎস্য সপ্তাহ  উপলক্ষে বুধবার গাজীপুরে  র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল নাট মন্দিরে  অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি ।



গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার  মিজানুর রহমান । এ সময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. এস এম শামীম আহমেদ  প্রমুখ।

একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে  শহরের রাজবাড়ি রোড পদক্ষিণ করে। অনুষ্ঠানে  প্রাকৃতিক জলাশয় সংরক্ষণসহ মাছ  ও মৎস্যজীবিদের রক্ষার  দাবি জানানো হয়।

পরে  উন্মুক্ত জলাশয়ে ২ হাজার রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।