ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পার্বত্য জেলায় ২০ ও ২১ জুলাই সড়ক-নৌপথ অবরোধ

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

খাগড়াছড়ি: সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে স্বীকৃতি না পাওয়ার প্রতিবাদে আগামী ২০ ও ২১ জুলাই তিন পার্বত্য জেলায় সর্বাত্মক সড়ক ও নৌপথ।

অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টসহ (ইউপিডিএফ) তিন সহযোগী সংগঠন।



দেশের ক্ষুদ্র জাতিস্বত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং বাঙ্গালী জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মানববন্ধন শেষে ইউপিডিএফ এবং সহযোগী সংগঠনের নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।

ইউপিএিফ’র তথ্য ও প্রচার শাখার প্রতিনিধি নিরন চাকমা বাংলানিউজকে বলেন, ‘আজকের মানবন্ধন কর্মসূচিতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের অবরোধ কর্মসূচি ঘোষণা করতে প্রেরণা জুগিয়েছে। ’

তিনি আরো জানান, পার্বত্য এলাকার প্রায় সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ অবরোধে আমাদের সমর্থন দিবে বলে আশ্বস্ত করেছে।

বাংলাদেশ সময়:১৩৫৪ ঘণ্টা,জুলাই ১২,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ