ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে স্বাধীনতা দিবস উদযাপন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
সৈয়দপুরে স্বাধীনতা দিবস উদযাপন

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।

শনিবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

পরে ‍মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দেয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।

সকাল ৯টায় সৈয়দপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মনোরম ডিসপ্লে ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর শাখা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা।

এছাড়া উপজেলায় মাসব্যাপী মুক্তিযুদ্ধের ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।