ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিছিয়ে গেলো শওকত মাহমুদের বিরুদ্ধে মানহানি মামলার অভিযোগ গঠনের তারিখ

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে।

বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সদস্য অ্যাডভোকেট পিকে আব্দুর রব গত ২৮ মার্চ ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন।



রোববার অভিযোগ গঠনের ধার্য দিনে শওকত মাহমুদ আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সময় পিছানোর আবেদন করেন।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন আগামী ৩০ সেপ্টেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

এ মামলায় শওকত মাহমুদের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবজ্ঞা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।