ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভাগ্নে শহীদ আরও চারদিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

ঢাকা: অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় বগুড়ায় গ্রেপ্তারকৃত আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদকে আরও ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এসকে তোফায়েল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ভাগ্নে শহিদকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠিয়ে আবারও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

গত ১৫ জুলাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়ে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হেলাল বাংলানিউজটোয়েন্টেফোর.কম.বিডিকে জানান, ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ৫ দফায় ১২ দিনের রিমান্ডে আছেন।

২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে টিএসসির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। এ সময় তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে মাথায়, মুখে ও ঘাড়ের ওপর মারাতœক জখম করে সন্ত্রাসীরা। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ঘণ্টা, আগস্ট ০৮,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।