ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানহানি মামলায় মঈনের বাড়ি ক্রোকের আবেদনের শুনানি পিছিয়েছে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

ঢাকা: সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দায়ের করা মানহানির ক্ষতিপূরণ মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন উ আহমেদের বাড়ি ক্রোকের আবেদনের শুনানি পিছিয়েছে।

১ শত কোটি টাকা মানহানির তিপূরণ চেয়ে ২০০৯ সালের ১২ জুলাই টুকু এ মামলা করেন।



রোববার মঈনের আইনজীবী কামরুল ইসলাম সিদ্দিক ঢাকার ৩য় যুগ্ন জেলা জজ আদালতে মামলার শুনানি স্থগিতের আবেদন করেন। আবেদনে আগামী ৬ অক্টোবর পযর্ন্ত হাইকোর্ট মামলার শুনানি স্থগিত করেছেন বলে উল্লেখ করেন তিনি। আদালতে হাইকোর্টের আদেশের কপিও দাখিল করেন কামরুল ইসলাম।

এর পরিপ্রেক্ষিতে বিচারক এসএম সাইফুল ইসলাম হাইকোর্টের পরবর্তী  আদেশ দাখিলের জন্য ১০ অক্টোবর তারিখ ধার্য করেন।

টুকুর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, এ মামলায় শুনানির জন্য এ নিয়ে ৫ বার সময় নিলেন মঈন।

টুকুর অভিযোগ, মঈন উ আহমেদ ২০০৭ সালের ২৭ মার্চ এক অনুষ্ঠানে তাকে (টুকু) ইঙ্গিত করে বলেন, ‘বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার টাকা লুটপাট করা হয়েছে। ’

এতে তার পারিবারিক সুনাম নষ্ট হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করেন টুকু।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।