ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিরোধী দলীয় নেতার সঙ্গে প্রণব মুখার্জীর সাক্ষাৎ না করা ব্যতিক্রমী ঘটনা : শমশের মবিন

মান্নান মারুফ,সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

ঢাকা: ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা না করার বিষয়টিকে ব্যতিক্রমী ঘটনা বলে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী।

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফর করে গেলেও প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেননি।

এছাড়া প্রণবের সফরে খালেদা জিয়ার সঙ্গে সাাতের কোনো সময়সূচিও ছিল না।   সাধারণত এ ধরনের সফরে বিরোধী দলের নেতার সঙ্গে সাাৎ করা কূটনৈতিক রেওয়াজ।


শমসের মবিন চৌধুরী বাংলানিউজটোয়েন্টির.কম.বিডিকে বলেন, ‘এটি একটি ব্যতিক্রম ঘটনা। আমরা সরকারে থাকতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তখন বিদেশি কোনো প্রভাবশালী নেতা বাংলাদেশ সফরে এলে বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করতেন। ’

তিনি বলেন, ‘এর আগেও ভারতের বিদেশমন্ত্রী হিসাবে প্রণব মুখার্জী বাংলাদেশ সফরে এসেছিলেন। কিন্তু খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকরেননি। এটা শিষ্টাচারবর্হিভুত নয়, তবে রেওয়াজ আছে দেখা করার। ’

তিনি জানান, এ বিষয়ে সরকার কিংবা ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনও বিএনপির সঙ্গে যোগাযোগ করেনি।

বিএনপির পে এ বিষয়ে কোনো উদ্যাগ নেওয়া হয়েছিল কি-না জানতে চাইলে শমসের মবিন চৌধুরী বলেন, ‘এ বিষয়ে সরকারকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।