ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুরাগ এলাকায় গার্মেন্টসকর্মী খুন, লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

ঢাকা: রাজধানীর তুরাগ থানাধীন ধরংগারটেক এলাকায় সহকর্মীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক গার্মেন্টসকর্মী। রোববার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।



নিহতের নাম মো. শামীম (২০)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

শামীম তার সহকর্মী রফিকুল ইসলাম ও আরজুসহ ধরংগারটেকের ১ নং সড়কের ১ নং বাড়ির মেসে ভাড়া থাকতেন।

নিহতের মামা নজরুল ইসলাম জানান, ‘গতকাল শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিকুল ছুরি দিয়ে তার পেটে ও পিঠে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। ’

গার্মেন্টসের কাজকর্ম নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বে শামীমকে খুন করা হয় বলে তিনি জানান।

তুরাগ থানার অপারেশন অফিসার নিবারণ বর্মণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’কে জানান, শামীমের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’

তিনি আরও জানান, ‘রফিকুল ইসলাম, আরজু ও নিহত শামীম একই গার্মেন্টসে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, মেসে থাকাকে কেন্দ্র করে টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শামীমকে খুন করা হয়। ’

এ ঘটনায় নিহতের চাচা আব্দুল হাকিম বাদি হয়ে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ