ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমরণ অনশনের হুমকি বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স শিক্ষক পরিষদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

ঢাকা: অনার্স ও মাস্টার্স কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত করা না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স শিক্ষক পরিষদ।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করে এ হুমকি দেন পরিষদের নেতারা।



সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক কাজী মো. ফারুক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম জুবায়ের হোসেন, মনিরুল ইসলাম, মো: আসাদুল হক, নুরুন নবী প্রমুখ।

লিখিত বক্তব্যে আট দফা দাবি বাস্তবায়নের কথা জানিয়ে বলা হয়, সরকার যদি অবিলম্বে দাবি মেনে না নেয় তাহলে আগামী ২৭ ও ২৮ আগস্ট কাস বর্জন ও পরে লাগাতার কাস বর্জন করা হবে। ২০ সেপ্টম্বর ১০টায় জেলার ও উপজেলা প্রেসকাবের সামনে অবস্থান কর্মসূচি এবং জেলা প্রশাসকের মাধ্যেমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার কাছে স্বারকলিপি দেওয়া হবে।

আগামী ২৭ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনের পর আমরণ অনশন করবে বলে জানান নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।