ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজউককে ভূমিদস্যু আখ্যা দিলেন উত্তরা তৃতীয় প্রকল্পের ক্ষতিগ্রস্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
রাজউককে ভূমিদস্যু আখ্যা দিলেন উত্তরা তৃতীয় প্রকল্পের ক্ষতিগ্রস্তরা

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করলেন উত্তরা তৃতীয় প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা।

আজ রোববার প্লট বরাদ্দের দাবিতে অধিগ্রহণকৃত ভূমির মালিকরা রাজউক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে ‘রাজউক ভূমিদস্যুতা করছে’ বলে অভিযোগ করেন।



ক্ষতিগ্রস্তরা বলেন, পৈতৃক সম্পত্তি থেকে রাজউক আমাদের বঞ্চিত করছে। আমাদের জমিতে অন্যদের প্লট দিয়ে শত শত কোটি টাকার বাণিজ্য করছে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি। রাজউকের এ ধরনের আচরণ ভূমিদস্যুতার শামিল।

মানববন্ধন শেষে রাজউক চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দিতে চাইলেও পুলিশের বাধায় তারা তা পারেননি। অবশ্য পরে পুলিশের মাধ্যমে তাদের স্মারকলিপিটি রাজউক চেয়ারম্যানকে কাছে পৌঁছানো হয়।

মানববন্ধনকালে বক্তারা পাঁচ কাঠা বা তারও বেশি জমির ক্ষতিগ্রস্ত মালিকদের এককভাবে পুনর্বাসন প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানান।

এ প্রকল্পের কারণে বসতবাড়ি হারানো পাঁচ কাঠারও কম জমির মালিকরাও প্লটের জন্য আবেদন করতে পারবেন বলে রাজউক নোটিশ দিয়েছিল। সেই নোটিশের পরও যারা আবেদন করতে পারেননি মানববন্ধনে তাদেরও বসতবাড়ি সংযোজনের জন্য প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা ভূমি অধিগ্রহণ আইনের আওতায় রাজউকের দায়ের করা মামলায় ক্ষতিগ্রস্তদের আইনি সুযোগ-সুবিধা নিশ্চিত করারও দাবি জানান।

উত্তরা তৃতীয় প্রকল্প ক্ষতিগ্রস্ত কল্যাণ সমিতির সহ-সভাপতি লুৎফুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, আমরা ক্ষতিগ্রস্তরা আজ মানববন্ধনে অংশ নিচ্ছি। একনেকের বৈঠকে ক্ষতিগ্রস্তদের প্লট দেওয়ার সিদ্ধান্ত রাজউকের চেয়ারম্যান অমান্য করেছেন। তাই আমাদের প্লট না দিলে আমরা প্রকল্পের কাজ হতে দেবো না।

আগামী শুক্রবার বিকালে উত্তরার জনপদের মোড়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে সমিতি।

মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক শাহ আলমসহ প্রায় অর্ধশত ক্ষতিগ্রস্ত ভূমিমালিক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ৮ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।