ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

ঢাকা: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজ চিন্তা ফোরাম নামে একটি সামাজিক সংগঠন।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসকাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো হেলাফেলা জাতি মেনে নেবে না। সরকার যুদ্ধাপরাধীদের বিচার না করলে জনগণই তা করবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক মো. খোরশেদ আলম স্বপন, সদস্য সচিব রঞ্জন দাস, প্রখ্যাত চিত্রশিল্পী ভাস্কর রাশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।