ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

ব্রাহ্মণবাড়িয়া: ট্রাক চাপায় ভারতীয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় শনিবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে রোববার থেকে বন্দরের কাজ স্বাভাবিক হবে।



আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, কয়েকদিন আগে আগরতলার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাক চাপায় চন্দন নামে এক শ্রমিক মারা যান। শ্রমিকের মৃত্যুতে শোক কর্মসূচি হিসেবে ভারতীয় ব্যবসায়ীরা শনিবার কাজ বন্ধ রাখেন। এজন্য শনিবার স্থলবন্দরে আমদানি-রপ্তানি থাকে।

তিনি আরো জানান, রোববার থেকে বন্দরের আমদানি-রপ্তানি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।