ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় লাইনচ্যুত বগি অপসারণ: ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০
কুমিল্লায় লাইনচ্যুত বগি অপসারণ: ট্রেন চলাচল শুরু

কুমিল্লা: কুমিল্লায় মালবাহী বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালীসহ পূর্বাঞ্চলের ৩০টি রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।    

দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দণি উপজেলার লালমাই ও আলীশ্বর স্টেশনের মধ্যবর্তী বাগমারা ইউনিয়নের বড়ল এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।



পরে লাকসাম ও আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টার দিকে লাইনচ্যুত বগি দুটি অপসারণ করে। এর পর পরই এসব রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ইব্রাহিম খলিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘দুটি রিলিফ ট্রেনের তৎপরতায় সন্ধ্যা ছয়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ’

দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস, ঢাকাগামী উপকূল, মহানগর অরুণাসহ ছয়টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।