ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানা বন্ধ

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় যান্ত্রিক ত্র“টির কারণে শনিবার ভোরে ইউরিয়ার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন দেড় কোটি টাকা মূল্যের ১৫শ’ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে।



এ নিয়ে চলতি অর্থ বছরে বিভিন্ন যান্ত্রিক ক্রটির কারণে দু’বার উৎপাদন বন্ধ হলো।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, কারখানার কুলিং ফ্যানের ক্রটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। দ্রুত উৎপাদনে ফিরতে স্থানীয় প্রকৌশলীরা কারখানা মেরামত করছেন। তবে কারখানা উৎপাদনে আসতে আরো সাতদিন সময় লাগবে।

বর্তমানে কারখানায় এক লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। পর্যাপ্ত মজুদ থাকায় সার সংকটের কোনো আশঙ্কা নেই বলে ব্যবস্থাপনা পরিচালক জানান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।