ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় যুদ্ধাপরাধীদের তালিকা চূড়ান্ত পর্যায়ে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

বগুড়া : আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নির্দেশে বগুড়ায় যুদ্ধাপরাধীদের তালিকা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার ডিসি ও মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠনগুলো।
 
শনিবার দুপুরে ডেপুটি কমিশনার (ডিসি) ইফতেখারুল ইসলাম খান ফোনে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধে যুদ্ধাপরাধীদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

দিন কয়েকের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ’

তিনি জানান, এ কাজে সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়সহ জেলার মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠনগুলোকে চিঠি দেয়া হয়েছিল। সে মোতাবেক অনেক স্থানেই এ কাজ শেষ হয়েছে আবার কোথাও শেষ হওয়ার পথে আছে।

তবে এজন্য আরও কিছু সময় পেলে ভাল হতো বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বগুড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সভাপতি আমিনুল ইসলাম পিন্টু বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে করে কোনোও অবস্থাতেই এই তালিকায় ত্রুটি না থাকে। ’
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।