ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাহের মওদুদ সাকার বিরুদ্ধে চট্টগ্রামে জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

চট্টগ্রাম: নিরাপত্তা চেয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর নামে একটি  সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

আবু তাদের নামে নগরীর চকবাজার এলাকার এক স্থানীয় আওয়ামী লীগ নেতা শুক্রবার রাতে পাঁচলাইশ থানায় এ জিডি করেন।



জিডিতে তিনি বলেন, গত ৪ জুলাই জাতীয়  প্রেসকাবে এক অনুষ্ঠানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ‘জামায়াতের সঞ্চিত শক্তি’ সময়মতো প্রয়োগের ঘোষণা দেওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রেসকাবের ওই অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদও উপস্থিত ছিলেন।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এর আগে মানহানি মামলা ঠুকেছিলেন তাহের।

তাই এই তিন নেতার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খিসা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘জিডি হয়েছে। আমরা অভিযোগ তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।