ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যৌন নিপীড়নের অভিযোগে জাবির দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

সাভার: যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যথায় কঠোর আন্দোলনসহ আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।



শনিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

‘‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’’ নামের সংগঠনের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিমা আকতার হোসাইন, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক কামরুল আহমেদ প্রমূখ।

বাংলাদেশ সময় ১৫২৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।