ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অধ্যাপক নিহত, মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অধ্যাপক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুর: গাজীপুর সদরের দক্ষিণ সালনা এলাকায় শনিবার সকালে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাওয়াল মির্জাপুর কলেজের এক অধ্যাপক নিহত হয়েছেন। ঘটনার পর ওই কলেজের বিুব্ধ শিক্ষার্থীরা আধঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে।

   

শিক্ষকের নাম আব্দুল করিম (৪২)। তিনি ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে লেগুনার ১৪ যাত্রীও আহত হয়েছেন। এদের মধ্যে জসিম উদ্দিন (৩২), সোহেল (৩০), সানোয়ার (২২), রবিন (১৩), আতিয়ার রহমান (৫০), লিটন (২২), দেলোয়ার হোসেনকে (২২) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ১০টার দিকে মির্জাপুরগামী লেগুনা এবং বিপরীত দিক থেকে আসা পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষক নিহত হন।

শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুপুর সোয়া ১২টা থেকে বিুব্ধ শিক্ষার্থীরা প্রায় আধঘণ্টার জন্য ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।