ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চতুর্থ ট্যুরিজম ফেয়ার ২৮-৩০ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

ঢাকা: আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে ‘৪র্থ ঢাকা ট্যুরিজম ফেয়ার ২০১০’। মেলায় এবারের শ্লোগান রাখা হয়েছে, ‘উন্নয়নের জন্য টেকসই পর্যটন’।



বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী শনিবার জাতীয় প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সচিব বলেন, ‘আমি দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতে দেই না। শতভাগ স্বচ্ছতায় বিশ্বাস করি। আমি জবাবদিহিতার জন্য প্রস্তুত। দুর্নীতিকে না বলেছি। ’
 
প্রসঙ্গত, ১০ মাস আগে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নেওয়ার পরপরই তিনি এ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।