ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশেষ ট্রাইবুনালে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ময়মনসিংহে সেক্টর কমার্ন্ডাস ফোরামের মানববন্ধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

ময়মনসিংহ : জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের দাবিতে শনিবার দুপুরে ময়মনসিংহ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেক্টর কমার্ন্ডাস ফোরাম ময়মনসিংহ জেলা শাখা।

ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সেক্টর কমার্ন্ডাস ফোরাম ময়মনসিংহ শাখার সভাপতি রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হুসাইন, কোতোয়ালী সেচ্ছাসেবকলীগ সভাপতি আফাজ উদ্দিন সরকার প্রমুখ।



কর্মসূচি শেষে দেয়া এক বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল বিশেষ চেষ্টা চালাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার করতে সমর্থ হলে জাতি এ সরকারকে চিরদিন মনে রাখবে। ’

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।