ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাতার নেভাল একাডেমির ক্যাডেটরা পেটালো বাংলাদেশি চিকিৎসকদের

স্টাফ করেসপনডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০
কাতার নেভাল একাডেমির ক্যাডেটরা পেটালো বাংলাদেশি চিকিৎসকদের

চট্টগ্রাম: লিফ্টে চড়াকে কেন্দ্র করে কাতার নেভাল একাডেমির ক্যাডেটদের হাতে প্রহৃত হলেন বাংলাদেশের দুই চিকিৎসক।

শুক্রবার রাত দশটার দিকে চট্টগ্রাম মহানগরের অভিজাত হোটেল পেন্সুলায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দশটার দিকে ঔষুধ কোম্পানির এক সেমিনারে যোগদিতে আসা ৫/৬ চিকিৎসক হোটেলের তৃতীয় তলায় যাবার জন্য লিফ্টে ওঠেন। এ সময় কাতার নেভাল একাডেমির ২ জন ক্যাডেট লিফ্টে ঢুকলে তা ফুল ফিলাপের সিগনাল দেয়। বাংলাদেশি চিকিৎসকরা তাদেরকে নেমে যেতে অনুরোধ করেন। এতে  তারা ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ  শুরু করে। এক পর্যায়ে তারা কোমল পানীয়’র ক্যান দিয়ে চিকিৎসকের মাথায় আঘাত করে। এতে তারা গুরুতর আহত হন। আহত দুই চিকিৎসক হলেন ওয়াহিদুল আলম ও এসসি ধর।

এ সময় হোটেল লবিতে বসে থাকা আরো ৪/৫জন কাতার নেভাল ক্যাডার এসে যোগ দেয়।

পরিস্থিতি বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি শামাল দেয়। অবশেষে নেভাল একাডেমির উচ্চপদস্থ কর্মকর্তারা এসে ক্যাডেডদের বিশেষ পাহারায় সেখান থেকে নিয়ে যায়।


বাংলাদেশ সময় ১১৩০ ঘণ্টা, ৬ আগস্ট ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।