ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছেলেকে ফিরে পাওয়ার মামলায় বিদিশাকে জেরা

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০১০

ঢাকা: ছেলে এরিককে ফিরে পাওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তার সাবেক স্ত্রী বিদিশাকে জেরা করা শেষ হয়েছে।

এ নিয়ে তিনদিন তাকে জেরা করা হলো।



মঙ্গলবার এরশাদের প্রধান আইনজীবী শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম বিদিশাকে দীর্ঘসময় জেরা করেন। এ সময় জেরা রেকর্ড করেন ঢাকার ১৫তম সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক শাম্মী আখতার।

পরে আদালত আগামী ৮ জুলাই বাকিদের সাক্ষীর জন্য তারিখ ধার্য করেন।

বিদিশার আইনজীবী আব্দুল মান্নান খান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, “বিদিশার পে আরও একজন সাক্ষী আদালতে হাজির করা হবে। ”

ছেলে এরিককে পাওয়ার জন্য ২০০৯ সালের ২৭ মে পারিবারিক আদালতে এ মামলা দায়ের করেন বিদিশা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ১৫, ২০১০
এমআই/কেএল/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।