ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নিয়মবহির্ভূত নিয়োগের প্রতিবাদে হরিজনদের বিক্ষোভ মিছিল, মানবন্ধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
চাঁপাইনবাবগঞ্জে নিয়মবহির্ভূত নিয়োগের প্রতিবাদে হরিজনদের বিক্ষোভ মিছিল, মানবন্ধন

চাঁপাইনবাবগঞ্জ: অগ্রাধিকার থাকা সত্ত্বেও চাঁপাইনবাবগঞ্জে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ক্লিনার, ঝাড়ুদার, সুইপার পদে হরিজনদের বাদ দিয়ে অহরিজনদের নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

আজ রোববার সকালে পরিষদ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে নিয়মবহির্ভূত নিয়োগের প্রতিবাদ জানায়।



জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে পরিষদের নেতরা বলেন, ‘হরিজন সম্প্রদায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ক্লিনার, ঝাড়ুদার, সুইপার পদে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ পেশা অবলম্বনের জন্য তারা সামাজিকভাবে নিগৃহীত ও বৈষম্যের শিকার। অগ্রাধিকার থাকা সত্ত্বেও হরিজনদের বাদ দিয়ে অহরিজনদের নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। ’

বক্তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে মোট পদের বিপরীতে ৮০ ভাগ হরিজন সম্প্রদায়ের লোক নিয়োগের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ষষ্ঠীচরণ দাস, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাস, হরিজন নেতা রাজন দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।