ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একাত্তরে খুনের তাণ্ডব কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন জামায়াত নেতারা!

স্টাফ রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১০
একাত্তরে খুনের তাণ্ডব কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন জামায়াত নেতারা!

ঢাকা: মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডবে অংশ নেননি যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতারা। তারা কেবল সে তাণ্ডব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন।

শুক্রবার এমনটাই দাবি করলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।

রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এ দাবি করেন।

আজহারুল ইসলাম সরকারের উদ্দেশ্যে বলেন, ‘একাত্তর সালে যারা খুন করেছিল তাদের ছেড়ে দিয়ে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল আপনারা তাদের ধরবেন।   জাতি এমন অন্যায়-বিচার মেনে নেবে না। ’

তিনি বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধের পর ১৯৫ অপরাধীকে কাদের স্বার্থে, কার পরামর্শে ছেড়ে দিয়েছিলেন একদিন জাতির কাছে এর জবাবদিহি করতে হবে। ’

সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘সাহস থাকলে তাদের ধরে এনে বিচার করুন। আমরা সহযোগিতা করব। ’

যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের এ উদ্যোগকে ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ উল্লেখ করে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘এ সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসুন। যুদ্ধাপরাধীদের বিচারের নামে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। ঐক্যবদ্ধ হলে টিপাইমুখ বাঁধ, আমাদের বন্দর, ভূখণ্ড কেউ অন্যায়ভাবে দখল করতে পারবে না। ’

তিনি বলেন, ‘আমরা কোনো দেশের বিরুদ্ধে নই। আমরা আমাদের দেশের পক্ষে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তার বিরোধিতা করব, করছি। ’

ঢাকা মহানগর জামায়াতের আমীর সাংসদ হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে এ সম্মেলনে দলটির মজলিশে শূরার সদস্য ডা. রেদোয়ান উল্লাহ সাঈদী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও নূরল ইসলাম বুলবুল প্রমুখ বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ৬ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad