ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর ধোলাইপাড়ে ডিসিসির উচ্ছেদ অভিযানে জনতার বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১১
রাজধানীর ধোলাইপাড়ে ডিসিসির উচ্ছেদ অভিযানে জনতার বাধা

ঢাকা: রাজধানী যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় ডিসিসির উচ্ছেদ অভিযানে স্থানীয় জনতার বাধায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনতা অভিযানে আসা দলটির উপর হামলা চালায়।



যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সুলতান বাংলানিউজকে জানান, ‘ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেনের নেতৃত্বে একটি দল সকাল ১০টার দিকে অভিযান শুরু করলে স্থানীয় জনতা এতে বাধা দেয়। এ সময় তারা অভিযানে ব্যবহৃত বুলডোজারে ইটপাটকেল নিক্ষেপ করলে সেটির গ্লাস ভেঙে যায়। ’

পরবর্তীতে ৮৬ নম্বর ওয়ার্ড কমিশনার আমীরুল ইসলাম জনগণের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটের কাছে ৭ দিনের সময় চেয়ে নিলে উচ্ছেদ অভিযানে আসা দলটি চলে যায়।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ