ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুন ২২, ২০১১

ঢাকা: সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সেবা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিকেন্দ্রীকরণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আগামী অর্থবছরে এই কার্যক্রম শুরু হবে।



বুধবার জাতীয় সংসদে এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রকল্প অফিসে সীমিত জনবল ও যন্ত্রপাতি দিয়ে কার্যক্রম পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। এই কারণে এ অফিস থেকে কাজ করতে সময় বেশি লাগছে। ’

আশরাফ উদ্দিন মিজানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচন কমিশন সচিবালয় এবং সারাদেশে এর আওতাভুক্ত কার্যালয়ে মঞ্জুরি করা মোট পদের সংখ্যা দুই হাজার ৩৮১টি। এর মধ্যে পূরণকৃত পদের সংখ্যা এক হাজার ৯৮৩টি। যার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব জনবল এক হাজার ৯৭৫। আগামী অর্থবছরের মধ্যে নির্বাচন কমিশনের জনবল নিয়োগের কার্যক্রম শেষ করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।