ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে প্রার্থীর সমর্থককে পিটিয়ে ১ লাখ টাকা লুট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ২২, ২০১১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নে বুধবার সকালে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থক ব্যবসায়ীকে পিটিয়ে ১ লাখ টাকা লুটে নিয়েছে অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

সকাল ১০টার দিকে একই ইউপির সোলারচর গ্রামে এ ঘটনা ঘটে।



এতে আহত ব্যবসায়ী ইয়া রসুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী ঢাকার হাতিরপুলের মোতালেব প্লাজায় মোবাইল ফোনের ব্যবসা করেন। তিনি আধারা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামসুল কবীর মাস্টারের সমর্থক।

মঙ্গলবার আধারা ইউপির নির্বাচনে ভোট দিতে তিনি নিজ গ্রাম মিজিকান্দিতে গিয়েছিলেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার উদ্দেশে সোলারচর গ্রামের রাস্তায় পৌঁছালে অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ারের সমর্থকরা ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয়।

হামলায় তিনি মারাত্মক আহত হন। এ সময় তার সঙ্গে থাকা ১ লাখ টাকাও লুটে নেয় তারা।

এ ঘটনায় সদর থানার ওসি শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, ব্যবসায়ীকে মারধর করার সত্যতা পাওয়া গেছে। জড়িতদের আটক করতে অভিযান চালিয়েও খুঁজে পাওয়া যায়নি। তবে টাকা লুটের অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।