ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থকরা বিতাড়িত: হামলায় আহত ৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুন ২২, ২০১১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের  হোগলাকান্দি গ্রামে বুধবার দুপুর ১২টার দিকে ইউপি নির্বাচনে বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থকদের হামলায় পরাজিত মেম্বর প্রার্থীর ৫ সমর্থক আহত হয়েছেন।

এ সময় ৪টি বসতঘরও ভাঙচুর করা হয়েছে।



এ ছাড়া পরাজিত মেম্বর প্রার্থীর শতাধিক সমর্থককে গ্রাম থেকে বিতাড়ন করার অভিযোগ উঠেছে।

জেলা সদরের চরকেওয়ার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বর প্রার্থী রবিউল আউয়াল রবির সমর্থক পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোতা গাজীর নেতৃত্বে ওই হামলা করা হয়েছে বলে পরাজিত মেম্বর প্রার্থী আমানউল্লাহ দাবি করেছেন।

ঘটনার পর এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

হামলায় আহত ইয়াজউদ্দিন, আমিরা, আমিন হোসেন কালু, মহিউদ্দিন ও সেলেমকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থকরা হোগলাকান্দি গ্রামের সেলেম, মহিউদ্দিন ও ইয়াজউদ্দিনের ৪টি বসতঘরে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে সদর থানার ওসি শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা, হামলা, প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করার ঘটনা শক্তহাতে দমনের প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিকে, বিজয়ী মেম্বর রবিউল আউয়াল রবি বাংলানিউজকে বলেছেন, ‘পরাজয়ের গ্লানি মুছতে নিজেরাই লজ্জায় গ্রাম ছেড়েছেন তারা। কেউ কাউকে গ্রাম ছাড়া করেনি। ’

প্রসঙ্গত, মঙ্গলবার জেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউপি নির্বাচনে রবিউল আউয়াল রবি মেম্বর হিসেবে বিজয় লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।