ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ২২, ২০১১

যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার রাত ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, খবর পেয়ে স্থানীয় দমকলের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।



যশোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, সেন্ট্রাল মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেন্ট্রাল মিটারটি অনেক পুরনো বলেও তিনি জানান।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ জানান, সেন্ট্রাল মিটার বক্সটি পুড়ে যাওয়া ছাড়া আর তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এতে ৪০/৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তার ধারণা।

এ ঘটনায় পিডিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।