ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গোয়ালন্দে বাস চাপায় গৃহবধূ নিহত, ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

গোয়ালন্দ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১১

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর বসন্তপুর বাজার এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে মঙ্গলবার সকালে বাস চাপায় রিজিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা তিন ঘণ্টা যানবাহন চলাচল করতে দেয়নি ওই মহাসড়কে।



নিহত রিজিয়া বেগম বসন্তপুরের ভবানীপুর গ্রামের মুরাদ বিশ্বাসের স্ত্রী।

বসন্তপুর হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, সকাল ১১টার দিকে রাস্তা পারাপারের সময় মেহেরপুর থেকে ঢাকাগামী জেআর পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৩৭৫৫) রিজিয়া বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে একটি স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ বাসটি আটক করেছে চালক পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।