ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশের সুশীল সমাজ হতাশ: সফররত ইইউ প্রতিনিধিদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ২১, ২০১১
বাংলাদেশের সুশীল সমাজ হতাশ: সফররত ইইউ প্রতিনিধিদল

ঢাকা: ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদল বলেছে, ‘বাংলাদেশের সুশীল সমাজ বর্তমান পরিস্থিতিতে হতাশ বলে আমাদের কাছে মত প্রকাশ করেছেন। ‘ এছাড়া বিরোধীদলকে ঘরের ভেতর রাজনীতি না করে মাঠে নেমে রাজনীতি করতে হবে বলেও প্রতিনিধিদলটি মন্তব্য করে।

 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরতরত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার এন্ড্রিস পাইবালগস এবং জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী দির্ক নাইভেল এসব কথা বলেন।

দির্ক নাইভেল বলেন, ‘দেশের উন্নয়নে সিভিল সমাজেরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এদেশের সরকারের কাছে সিভিল সোসাইটির অনেক কিছু চাওয়া ছিল। এর অনেকটাই পুরণ হয়নি বলে সিভিল সোসাইটির সদস্যরা আমাদের জানিয়েছেন। ’

তত্ত্বাবধায়ক সরকার ইস্যু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পুরণে সরকারি ও বিরোধী দল উভয়কে যতœবান হতে হবে। আর বিরোধীদলকে ঘরে বসে রাজনীতি করলে চলবে না, তাদের মাঠে নেমে রাজনীতি করতে হবে। ’

বাংলাদেশকে এ অঞ্চলের মধ্যে একটি স্থিতিশীল দেশ হিসেবে মন্তব্য করে এন্ড্রিস পাইবালগস বলেন, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের  দেশে পরিণত হওয়ার প্রায় সব যোগ্যতাই বাংলাদেশের রয়েছে।

গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের এ প্রতিনিধিদলটি ঢাকা আসেন।

সফরের প্রথমদিন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইইউ কমিশনার ও জার্মান মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ইইউ কমিশনার দির্ক নাইবেল বলেন, ‘বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হলে সুশীল সমাজকেও সঙ্গে রাখতে হবে। ’

তিনি বলেন, ‘জার্মানি মনে করে একটি দেশকে সামনের দিকে এগুতে হলে সুশীল সমাজের ভূমিকার অপরিসীম। একই পরিপ্রেক্ষিত বাংলাদেশেরও। আর এ কারণে বাংলাদেশের সুশীল সমাজ তাই আশা করে। কিন্তু দেশের সরকারি ও বিরোধীদল সুশীল সমাজের আশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তান ছাড়া অন্য সব দেশে অব্যাহত উন্নয়ন হচ্ছে। আর এ ক্ষেত্রে বাংলাদেশ ভালো করছে। ’

দির্ক আরও বলেন, ‘সবসময় দেশের রাজনৈতিক দলকে মনে রাখতে হবে সুশীল সমাজকে সঙ্গে না নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবেনা। তাই ভবিষ্যতে তাদের সঙ্গে রাখতে হবে। ’

তত্ত্বাবধায়ক সরকার ইস্যু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পুরণে সরকারি ও বিরোধী দল উভয়কে যতœবান হতে হবে। আর বিরোধীদলকে ঘরে বসে রাজনীতি করলে চলবে না, তাদের মাঠে নেমে রাজনীতি করতে হবে। ’

দির্ক  বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জার্মান এবং ইউরোপিয় ইউনিয়ন ( ইইউ )’র সম্পর্ক স্থাপিত হয়। জার্মান সরকার সেই থেকে বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা দিয়ে আসছে। ’

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নসহ জলবায়ু পরিবর্তনে এক যোগে কাজ করে চলেছে বলে তিনি বলেন।

নাইবেল বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের অবারিত সুযোগ রয়েছে। বিশেষ করে বিদ্যুৎসহ অবকাঠামোগত উন্নয়নকে কাজে লাগানো যাবে। ’

এছাড়া ভবিষ্যতে দু’দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যের পরিধি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উন্নয়ন বিষয়ক কমিশনার এন্ড্রিস পাইবালগস বলেন, ‘বাংলাদেশকে ইইউ জলবায়ু পরিবর্তনসহ গণতন্ত্র উন্নয়নে অব্যাহত সহযোগিতা দিয়ে আসছে। ইউনিয়ন চায় এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক এবং দারিদ্র্যতা কমে আসুক। ’

তিনি বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের মধ্যে উন্নয়নসহ সামগ্রিক যে চিন্তার প্রতিফলন হচ্ছে তাকে কাজে লাগাতে হবে। ’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে  ইইউ’র সহযোগিতা বন্ধ হবে কিনা জানতে চাইলে তারা বলেন, ‘এ ধরনের কোনও আশঙ্কা নেই। কারণ হিসেবে তারা বলেন, ইউরোপীয় ইউনিয়ন কোনও ধরনের সহযোগিতা শুরু করলে তা অব্যাহত রাখার চেষ্টা করে।

দির্ক নাইবেল আরও বলেন, ‘বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকভাবে কাজ করছে এবং এ ক্ষেত্রে সফলও হচেছ। এর ধারাবাহিকা অব্যাহত থাকলে ২০১৫ সালের মধ্যে এমডিজির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন কঠিন হবে না। ‘

সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ ডেলিগেশন প্রধান উইলিয়াম হান্না ও ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশেল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২১, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ