ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিজলায় সাংবাদিক পেটালো ছাত্রলীগ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ২১, ২০১১

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় ছাত্রলীগ ক্যাডারদের হামলার শিকার হয়েছেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ডাক বাংলোর সামনে তার ওপর এ হামলা চালানো হয়।



এর আগে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদকে মারধর করে ছাত্রলীগের ক্যাডাররা।

হিজলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন এ হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ করেছেন হামলার শিকার সাংবাদিক দেলোয়ার হোসেন।

তিনি জানান, গত ৮ জুন লোকমান হোসেনের নেতৃত্বে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর ও দখল করে ছাত্রলীগ।

এ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।

উল্লেখ্য, বাংলানিউজেও এ সংবাদ প্রকাশ হয়।

এতে ক্ষিপ্ত হয়ে লোকমান গত ১২ জুন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তরের হিজলা প্রতিনিধি আবদুল হামিদকে মারধর করেন।

এ ঘটনায় ১৫ জুন হিজলা প্রেসক্লাবের বিশেষ সভায় আবদুল হামিদের ওপর হামলার প্রতিবাদ জানান সাংবাদিকরা।

সভা আয়োজন করায় দেলোয়ার হোসেনের ওপরেও ক্ষিপ্ত হন লোকমান।

মঙ্গলবার সকালে দেলোয়ার নিজ বাড়ি থেকে উপজেলা সদরের উদ্দেশে বের হলে পথে লোকমানের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডাররা তার ওপর হামলা চালায়। লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে লোকমানবাহিনী পালিয়ে যায়।

এ ঘটনায় আইনের আশ্রয় নেবেন বলে জানান দেলোয়ার হোসেন।

তিনি আরও জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঞ্চল্যকর আলাউদ্দিন হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি লোকমান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আরও দুই সাংবাদিকসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারীকে মারধর করেছেন তিনি।

এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ’

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ২১, ২০১১


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।